কী টেস্ট কী ওয়ানডে, ধারাবাহিকতার মূর্ত প্রতীক যেন হাশিম আমলা। শুক্রবারও সেই ধারাবাহিকতা দেখিয়ে ওয়ানডে ক্যারিয়ারে তুলে নিলেন ১৬ তম সেঞ্চুরি। আর নিউজিল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকাও তিন ম্যাচের সিরিজ জিতলো এক ম্যাচ হাতে রেখে, ৭২ রানে। তাই ২৭ অক্টোবর হ্যামিল্টনের তৃতীয় ম্যাচটি এখন স্রেফ আনুষ্ঠানিকতা। তবে প্রোটিয়াদের এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে তাদের আরও উজ্জীবিত করবে সেটা বলাই যায়। কারণ অস্ট্রেলিয়ার সাথে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ডও।
এদিন দক্ষিণ আফ্রিকার ছুরে দেওয়া ২৮২ রানে জবাবে নিউজিল্যান্ড ৪৩.৩ ওভারে ২১০ রানেই অলআউট হয়ে যায়। আগের ম্যাচে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত লুক রঞ্চি এ ম্যাচেও দাড়িয়ে না গেলে বড় লজ্জাই পোহাতে হতো কিউইদের। সেটা হয়নি তিনি ৮৩ বলে সাত চার, এক ছক্কায় ৭৯ রানের ইনিংস খেলেছেন বলে। আর এগার নম্বর ব্যাটসম্যান ম্যাকক্লেনগান অপরাজিত ৩৪ রান করে টপ অর্ডার ব্যাটসম্যানদের লজ্জাই দিয়েছেন। ডেল স্ট্রেইন, ভারনন ফিল্যান্ডার, ভিলিয়ার্স এবং ইমরান তাহির প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।
এরআগে মাউন্ট মানগানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন দুওপেনার আমলা এবং কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে তারা তুলে ফেলেন ৫৬ রান। যেখানে ডি ককের অবদান ২৬। এরপর ডু প্লেসিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে আমলা যোগ করেন ১১৩ রান। ডি কক ৭৩ বলে তিন চার, দুই ছক্কায় ৬৭ রান করে ফিরলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন আমলা। ১২৭ বলে সেঞ্চুরি করা ম্যাচসেরা আমলা টিম সাউদির বলে বোল্ড হওয়ার আগে থেমেছেন ১১৯ রানে। তার এ ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারী।
এছাড়া অধিনায়ক ভিলিয়ার্সের ৩৭ এবং জেপি ডুমিনির ১৯ রানের কল্যাণে ২৮২ রানের লড়াকু পুজি পায় দক্ষিণ আফ্রিকা। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাকক্লেনগান এবং কোরি অ্যান্ডারসন নিয়েছেন ২টি করে উইকেট।
0 comments:
Post a Comment