Thursday, October 23, 2014

তসলিমা নাসরিন এবার নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছেন। তাও আবার নিজের থেকে ২০ বছরের ছোট।

তসলিমা নাসরিন এবার নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছেন। তাও আবার নিজের থেকে ২০ বছরের ছোট।


ঢাকা: ভারতে অবস্থানরত বাংলাদেশের বিতর্কিত এবং নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবার নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছেন। তাও আবার নিজের থেকে ২০ বছরের ছোট। আর এমন তথ্য তিনি নিজেই দিয়েছেন।
সোমবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নতুন প্রেমিকের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। আর ছবির সঙ্গে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে আবারও প্রমাণ করলেন, বরাবরই একটু বিতর্কের মধ্যে থাকতে ভালোবাসেন তিনি।
ছবির সঙ্গে তসলিমা লিখেছেন, ‘আমার প্রেমিক আমার চেয়ে ২০ বছরের ছোট। ইটস কুল।’ তবে টুইটে তিনি তার প্রেমিকের নাম ঠিকানা জানাননি।
এদিকে ভারতে তিনি দোটানার মধ্যে অবস্থান করছেন। কারণ ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৫২ বছর বয়সী এই লেখিকা ভারত সরকারের কাছে সেই দেশে থাকার পারমিট চেয়েছিলেন। এ জন্য তিনি গত অগস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখাও করেন।
পরে সবকিছু বিবেচনা করে তাকে আরও এক বছর থাকার অনুমতি দেয় মোদি সরকার। এই অনুমতির ফলে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত তসলিমা ভারতে থাকতে পারবেন।
যদিও সম্প্রতি তসলিমার রেসিডেন্ট পারমিট বাতিল করেছিল ভারত সরকার নিজেই। এরপর এই পারমিট নবায়নের জন্য গত ২৬ জুন আবেদন করলে তাকে মাত্র দুই মাসের ভিসা দেয়া হয়। পরবর্তীতে সেটি ২০১৫ সালের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

উল্লেখ, ১৯৯৪ সালের মাঝামাঝি বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর থেকে তসলিমা সুইডেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। যদিও ২০০৭ সালে আন্দোলনের মুখে তসলিমাকে কলকাতা থেকে চলে যেতে বাধ্য করা হয়।

0 comments:

Post a Comment