Sunday, December 14, 2014
Friday, October 24, 2014
বিয়ে করলেন বিন্দু
জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন আফসান আরা বিন্দু। আক্দ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে তাঁর। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল শুক্রবার রাত ১০টায় একেবারে ঘরোয়া পরিবেশে বিন্দুর আক্দ সম্পন্ন হয়। বিন্দুর বরের নাম আসিফ সালাহউদ্দিন মালিক। তিনি আসিফ অ্যাপারেলস লিমিডেটের কর্ণধার।
খুব শিগগির সুবিধাজনক সময়ে বিন্দু তাঁর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান।
প্রথম আলোকে বিন্দু জানান, ‘একেবারে পারিবারিকভাবে
খুব শিগগির সুবিধাজনক সময়ে বিন্দু তাঁর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান।
প্রথম আলোকে বিন্দু জানান, ‘একেবারে পারিবারিকভাবে
Labels:
ENTERTAINMENT,
Newes
বাংলাদেশে ফিরে ভালো লাগছে’
কদিন আগে মাহেলা জয়াবর্ধনের বিদায়ী সিরিজে ধারাভাষ্য দিয়েছেন।
ধারাভাষ্য দিতেই আবার এলেন বাংলাদেশে। তবে তাঁর মূল পরিচয় কোচ। বিশ্ব ক্রিকেটের সফল
কোচদের একজন, বাংলাদেশের কোচ ছিলেন চার বছর। নতুন ভূমিকায় বাংলাদেশে ফিরে ডেভ হোয়াটমোর কথা বললেন সেই সময় আর এই সময় নিয়ে
:হঠাৎই ঢাকায়, কেমন লাগছে ফিরে?
ডেভ হোয়াটমোর: এবার ঢাকায় এলাম ধারাভাষ্য দিতে। অনেক অনেক প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে, কথা বলতে তর সইছে না আমার। এর মধ্যেই অনেক চেনা মুখের দেখা পেয়েছি, সংবাদমাধ্যমের অনেকের সঙ্গে কথা হলো। বাংলাদেশ দলকে দেখলাম অনুশীলনে। ভালো লাগছে সবই। আরও অনেক অনেক মানুষের সঙ্গে দেখা করার আছে। মাঠের ক্রিকেট দেখার জন্যও উন্মুখ হয়ে আছি। আশা করি পুরোনো শত্রু জিম্বাবুয়ের বিপক্ষে ভালো একটি সিরিজ হবে বাংলাদেশের।
:এই পুরোনো শত্রুদের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশের সর্বশেষ সিরিজে আপনিই ছিলেন কোচ, মনে আছে?
:হঠাৎই ঢাকায়, কেমন লাগছে ফিরে?
ডেভ হোয়াটমোর: এবার ঢাকায় এলাম ধারাভাষ্য দিতে। অনেক অনেক প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে, কথা বলতে তর সইছে না আমার। এর মধ্যেই অনেক চেনা মুখের দেখা পেয়েছি, সংবাদমাধ্যমের অনেকের সঙ্গে কথা হলো। বাংলাদেশ দলকে দেখলাম অনুশীলনে। ভালো লাগছে সবই। আরও অনেক অনেক মানুষের সঙ্গে দেখা করার আছে। মাঠের ক্রিকেট দেখার জন্যও উন্মুখ হয়ে আছি। আশা করি পুরোনো শত্রু জিম্বাবুয়ের বিপক্ষে ভালো একটি সিরিজ হবে বাংলাদেশের।
:এই পুরোনো শত্রুদের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশের সর্বশেষ সিরিজে আপনিই ছিলেন কোচ, মনে আছে?
তবু ব্যায়াম
Labels:
HEALTH & TIPS,
Newes
অ্যান্ড্রয়েডের বিপদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা করে প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তিনি ডক্টরস উইদাউট বর্ডারের সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্সের এক খবরে জানানো হয়, ক্রেগ স্পেনসার (৩৩) নামের ওই চিকিৎসক পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে কাজ করতেন। সবচেয়ে বেশি ইবোলায় আক্রান্ত তিনটি দেশের মধ্যে গিনি একটি।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বর্ডারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়,
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্সের এক খবরে জানানো হয়, ক্রেগ স্পেনসার (৩৩) নামের ওই চিকিৎসক পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে কাজ করতেন। সবচেয়ে বেশি ইবোলায় আক্রান্ত তিনটি দেশের মধ্যে গিনি একটি।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বর্ডারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়,
Labels:
Newes,
TECHNOLOGY
নিউইয়র্কে ইবোলায় আক্রান্ত চিকিৎসক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা করে প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তিনি ডক্টরস উইদাউট বর্ডারের সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্সের এক খবরে জানানো হয়, ক্রেগ স্পেনসার (৩৩) নামের ওই চিকিৎসক পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে কাজ করতেন। সবচেয়ে বেশি ইবোলায় আক্রান্ত তিনটি দেশের মধ্যে গিনি একটি।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আজ শুক্রবার রয়টার্সের এক খবরে জানানো হয়, ক্রেগ স্পেনসার (৩৩) নামের ওই চিকিৎসক পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি জনসেবামূলক প্রতিষ্ঠানে কাজ করতেন। সবচেয়ে বেশি ইবোলায় আক্রান্ত তিনটি দেশের মধ্যে গিনি একটি।
Labels:
INTERNATIONAL,
Newes
মেধাবী প্রজন্মের সফলতা কামনা করছি
মেধাবী প্রজন্মের সফলতা কামনা করছি
>
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেএসসি) পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক বেশি মেধাবী। তাদের মেধার বিকাশ ও বিশ্বমানের উন্নত শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিদক্ষতা এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে পরিপূর্ণ মানুষ তৈরি করাই লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকার শিক্ষাকে ঢেলে সাজিয়েছে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে ১৭ বছরের পুরোনো শিক্ষাক্রমকে যুগোপযোগী করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকেই জীবন ও কর্মমুখী শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ
Labels:
Educational,
Newes
Bangla newspaper | List of all online Bangladeshi newspaper
MOST VISITED
ALL BANGLA NEWSPAPER
E-PAPER
SHARE BAZAR
Online News Agency - Bangladesh & World
MOST VISITED
NATIONAL NEWS AGENCY
INTERNATIONAL NEWS AGENCY
Regional Newspapers and News Agency
Probashi Newspapers and News agency
Labels:
APPlE,
CATEGORIES,
Newes
Subscribe to:
Posts (Atom)